Meenakshi Mukherjee

কর্ণসুবর্ণে মিনাক্ষী মুখার্জি দুর্নীতি, তোলাবাজির হিসেব বুঝে নেবেন গ্রামের মানুষ

রাজ্য

Meenakshi Mukherjee বহরমপুর ব্লকের কর্ণসুবর্ণতে সমাবেশ যুবদের বক্তা মিনাক্ষী মুখার্জি।



কাজ কেড়েছে তৃণমূল, বিজেপি। ঘরের টাকাও ঢোকেনি। পঞ্চায়েতে জবাব দেবেন গ্রামের মানুষ। বৃহস্পতিবার বহরমপুর ব্লকের কর্ণসুবর্ণে সমাবেশে শামিল হয়ে জানালেন শিবানি হেমব্রম, মিনতি কিস্কুরা। জানালেন, বামপন্থীদের লড়াই শক্তিশালী হলে ক্ষমতা বাড়ে গ্রামের মানুষের। ধামসা, মাদলের তালে শিবানিরাই  ছিলেন কর্ণসুবর্ণ রেলগেট থেকে শুরু হওয়া মিছিলের সামনে। ডিওয়াইএফআই এর লাল পতাকা, খেটে খাওয়া মানুষের লাল ঝান্ডার মিছিল হাইস্কুল লাগোয়া মাঠে পৌঁছালে সেখানে সমাবেশ হয়। 

সমাবেশে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি বলেন, রাজ্যের যুবকদের কাজ নেই। রাজ্য সরকার, কেন্দ্রের সরকার বিক্রি করব দিচ্ছে সরকারি সম্পত্তি। গ্রামে একশ দিনের কাজ বন্ধ। কাজের মজুরি কেটেছে বিজেপি। একশ দিনের কাজের টাকা লুট করেছে তৃণমূল। সেই টাকাতেই অট্টালিকা হয়েছে তৃণমূল নেতাদের। সুদে আসলে সব হিসেব বুঝে নেবেন গ্রামের মানুষ।
সমাবেশে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা বলেন তৃণমূল আমলে ভেঙে পড়েছে গ্রামের অর্থনীতি।  মাইক্রোফিনান্স থেকে সুদ কারবারীদের ফের  দাপট বাড়ছে গ্রামে। আক্রান্ত আদিবাসী, সংখ্যালঘুদের অধিকার। পঞ্চায়েত নির্বাচনে অধিকার ফিরে পাওয়ার লড়াই তীব্র হবে।

এদিন বহরমপুরের কুদবাপুকুরে ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির রক্ত দান শিবিরের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়। ক্যালেন্ডার প্রকাশ করেন মীনাক্ষি মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা। 

Comments :0

Login to leave a comment