ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযান ব্যারিকেড করে আটকালো পুলিশ। মিছিল আটকালে রাস্তায় বসে অবস্থান চালাচ্ছিলেন ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। হঠাৎ করেই আন্দোলনকারিদের লক্ষ করে জল কামান এবং টিয়াম গ্যাস চালানো হয় বলে দাবি যুব কর্মীদের। তাতেও যুব কর্মীরা না উঠলে শুরু হয় লাঠি চার্জ। ২০২৩ সালেও উত্তরকন্যা অভিযানের সময়ও একই ছবি দেখা গিয়েছিল। রক্তাক্ত হয়েছিলেন যুব কর্মীরা।
কাজ দাবিতে, চা বাগানের এক ছটাক জমিও কর্পোরেটদের হাতে দেওয়া চলবে না। উত্তরবঙ্গে জল, জমি, জঙ্গল লুট বন্ধ করতে হবে। এই সব দাবিকে সামনে রেখেছিল উত্তরকন্যা অভিযান। মিছিল উত্তরকন্যা যাওয়ার আগেই ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ডিওয়াইএফআই কর্মীরা এই অভিযানে যোগ দিয়েছেন।
মিছিল আটকালে ম্যাটাডোরে দাঁড়িয়ে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই নেতৃত্ব। মীনাক্ষী মুখার্জি বলেন, ‘‘আমাদের দাবি যদি অন্যায্য হয় তাহলে পুলিশ বলুক যে আমরা ভুল। আর যদি ভুল না হয় তাহলে পুলিশকে ব্যবস্থা করে দিতে হবে আমাদের দাবি সনদ উত্তরকন্যায় পৌঁছে দেওয়ার।’’
Comments :0