দিল্লি ক্যাপিটালসের তিন দফার শিবির হল কলকাতায়। সৌরভ গাঙ্গুলির কথায়, ‘দিল্লি ক্যাপিট্যালসের পুরো দল চলতি মাসের পঁচিশ তারিখের মধ্যে চলে আসবে।’ তারপর আরও একদফার শিবির হবে। আগামী রবিবার কোচ রিকি পন্টিং দিল্লিতে চলে আসছেন। ঋষভ পন্থ চোট সারিয়ে ফিট হওয়ার চেষ্টা শুরু করেছেন। সৌরভ বলছেন, ‘দ্রুত সুস্থ হোক ঋষভ। মাত্র তেইশ বছর বয়স।’ ঋষভ চোটের জন্য ছিটকে গেলেও দিল্লি ক্যাপিট্যালস এখনও তাদের অধিনায়ক বেছে নিতে পারেনি। সৌরভের কথায়, ‘শিবির শেষ হওয়ার পর অধিনায়ক বেছে নেওয়া হবে।’ চোটের কারনে আসন্ন ওয়ান ডে সিরিজে নেই কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার। আইপিএলের প্রথম দিকের বেশ কয়েকটি ম্যচেও হয়তো নামতে পারবেন না। নাইটদের অধিনায়ক নিয়ে সৌরভ জানিয়েছেন, ‘আমি একবছর ওর সঙ্গে কাজ করেছি। ওর চোট কেমন কতদিনে সুস্থ হবে তা কেকেআর ম্যানেজমেন্ট বলতে পারবে। আমি দ্রুত সুস্থতা কামনা করি।’
শিবির শেষে সৌরভ খুশি দলের প্রস্তুতিতে। বেশিরভাগ ক্রিকেটারই একাধিক বছর দলে রয়েছে। তাই দলের মধ্যে বোঝাপড়া রয়েছে। তাছাড়া প্রতিটি ক্রিকেটারই ভারতীয় এ দল বা সিনিয়র দলে ঢোকার দোরগোড়ায় দাঁড়িয়ে। অনুশীলনে আমন খান ভালো ব্যাটিং করেছেন। তাঁকে সুযোগ দেওয়ার বিষয়টি শেষ দফার শিবিরের পরে নেওয়া হবে। সব মিলিয়ে আইপিএলের প্রস্তুতিতে সৌরভ এবং তার দল দিল্লি ক্যাপিট্যালস।
আইপিএলের পরেই টেস্ট চ্যাম্পিয়নশীপ। সৌরভ বলছেন টি টোয়েন্টির মেজাজ থেকে টেস্টে খেলার মানসিকতায় উন্নীত হতে অসুবিধা হবে না। সৌরভ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের সময় ইংল্যান্ডে থাকবেন। ধারাভাষ্যের প্রস্তাব থাকলেও সৌরভ ছুটির মেজাজে টেস্ট শিরোপা দখলের লড়াই দেখতে চান।
Comments :0