Sharjeel Imam

জামিয়া হিংসার ঘটনায় স্বস্তি শারজিল ইমামের

জাতীয়

দিল্লির একটি আদালত শনিবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্র শারজিল ইমাম এবং সহ-অভিযুক্ত আসিফ ইকবাল তানহাকে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের ডিসেম্বরে হিংসার ঘটনার সাথে সম্পর্কিত একটি মামলায় অব্যাহতি দিয়েছে।সেই সময় সিএএ’র বিরুদ্ধে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের পর হিংসা ছড়িয়ে পড়ে। সাকেত আদালতের অতিরিক্ত দায়রা জজ অরুল ভার্মা এই আদেশ দেন। ইমাম এবং তানহা উভয়ের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগ আনা হয়েছে। আদালত বেআইনি সমাবেশ ও দাঙ্গার অভিযোগে অভিযুক্ত মহম্মদ ইলিয়াস নামে একজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।

ইমামকে ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার সাথে সম্পর্কিত ষড়যন্ত্র মামলায় কঠোর বেআইনী কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) অধীনে অভিযুক্ত করা হয়। যদিও এখনই ইমাম ছাড়া পাচ্ছেন না। এখনও হেফাজতে থাকতে হবে তাকে। বিস্তারিত আদেশের অপেক্ষায় রয়েছে পুলিশ।

Comments :0

Login to leave a comment