পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সই করা নির্দেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আনন্দ বোস এখন মেঘালয় সরকারের উপদেষ্টা। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে শীর্ষ স্তরে আধিকারিকের দায়িত্ব পালন করেছেন তিনি। শিক্ষা, শ্রম এবং বন ও পরিবেশ মন্ত্রকে প্রিন্সিপাল সচিব অথবা অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন বোস।
রাজভবনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী সরব। কেন্দ্রের বিজেপি সরকার নিযুক্ত রাজ্যপালদের সরাসরি রাজনৈতিক আক্রমণে নামতেও দেখা গিয়েছে। অতি সম্প্রতি তার নজির রয়েছে কেরালায়, সরাসরি মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম)’কে উল্লেখ করে গালমন্দে ব্যস্ত থাকছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
মন্তব্যসমূহ :0