পশ্চিমবঙ্গে বহু কোটি টাকার রেশন বিতরণ কেলেঙ্কারিতে বাংলা সিনেমার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার একদিন পর ৫ জুন কলকাতার উত্তর উপকণ্ঠে সল্টলেকে কেন্দ্রীয় সরকারি অফিস (সিজিও) কমপ্লেক্সে ইডির অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে।
তবে পশ্চিমবঙ্গে রেশন বণ্টন মামলার সঙ্গে অভিনেত্রীর যোগসূত্র নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সংশ্লিষ্ট সবাই। তবে এই প্রথম নয়, এর আগেও সেনগুপ্তকে তলব করেছেন ইডি আধিকারিকরা। ২০১৯ সালে পশ্চিমবঙ্গে রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাঁকে তলব করেছিলেন।
সে সময় রোজভ্যালি গ্রুপের কয়েকটি বিনোদনমূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এমনকি ওই চিটফান্ড প্রযোজিত কয়েকটি সিনেমায় অভিনয়ও করেন তিনি।
RATION SCAM
রেশন দুর্নীতি মামলা: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডি’র
×
Comments :0