EURO CROATIA ALBANIA

ইউরো: অতিরিক্ত সময়ের গোলে ভিলেন থেকে নায়ক জাসুলা

খেলা ইউরো কাপ ২০২৪

ম্যাচের আগে ক্রোয়েশিয়া ও আলবানিয়ার সমর্থকরা।

ক্রোয়েশিয়া-২ : আলবেনিয়া-২

তাঁরই আত্মঘাতী গোলে পিছিয়ে গিয়েছিল দল। অতিরিক্ত সময়ে সেই ক্ল জাসুলারই গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ ড্র করল আলবেনিয়া। 
এবারের উয়েফা ইউরো কাপে গ্রুপ বি-তে এই ম্যাচের পর ক্রোয়েশিয়া চারে, তিনে রইল আলেবেনিয়া। ইতালি এবং স্পেন, দু’দলই তিন পয়েন্ট করে পেয়ে রয়েছে শীর্ষে। 
খেলার ১১ মিনিটে আলবেনিয়ার কাজিম লাসি গোল পেয়ে যান। তারপরই প্রবল চাপ তৈরি করে ক্রোয়েশিয়া। তবে সমতা ফেরালে ক্রোয়েশিয়াকে অপেক্ষা করতে হয় ৭৪ মিনিট পর্যন্ত। গোল করেন আন্দ্রে ক্র্যামানিক। প্রবল চাপেই হয় আত্মঘাতী গোল। জাসুলার পায়ে লেগে ঢুকে যায় আলবেনিয়ার জালে। 
ম্যাচের ৭৬ মিনিটে আলবেনিয়া তখন ২-১ গোলে পিছিয়ে। মরিয়া আক্রমণে ম্যাচের অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটে জাসুলাই গোল করেন। ড্র হয়েছে ম্যাচ।

Comments :0

Login to leave a comment