ভয়াবহ ভূমিকম্পে ইরানে। বেশ কিছু বাড়ি ঘর ভেঙে গিয়েছে। ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছে ৪০০ বেশি মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১১ টা ৪৪ মিনিট নাগাদ রিখটার স্কেলে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইরান-তুরস্ক সীমান্তের কাছে খোয় শহরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে উৎপন্ন হয় এই কম্পনটি।
রাজধানী আজারবাইজানেও কম্পন অনুভূত হয়। সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ভূমিকম্পে অন্তত ৪৪০ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য, ইরানে ১৯৯০ সালে রিখটার স্কেলে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়। ৩ লক্ষের বেশি মানুষ আহত হন। গৃহহীন হয়ে পড়েছিলেন পাঁচ লক্ষ মানুষ।
২০০৩ সালে ৬. ৬ মাত্রার একটি ভূমিকম্পে অন্তত ৩১ হাজার মানুষের মৃত্যু হয়।
২০১৭ সালে ভূমিকম্পে ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আহত হন আরও ৯ হাজারের বেশি মানুষ।
Comments :0