New Zealand Earth Quake

নিউজিল্যান্ডে ভূমিকম্প

আন্তর্জাতিক

প্রাকৃতিক বিপর্যয়ে জেরবার নিউজিল্যান্ড। সামুদ্রিক ঝড় 'গ্যাব্রিয়েল' আছড়ে পড়ার পাশাপাশি জলোচ্ছাস এবং ধসের কবলে দ্বীপ রাষ্ট্রটি। তার মধ্যেই এবার ভূমিকম্প। বুধবার নিউজিল্যান্ডে রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (European-Mediterranean Seismological Centre) অনুসারে, ওয়েলিংটনের কাছে লোয়ার হাটের ৭৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে।


সরকারি সিসমিক মনিটর জিওনেট জানিয়েছে, কম্পনগুলি ৪৮ কিলোমিটার (৩০ মাইল) গভীরে অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্যারাপারউমু শহর থেকে ৫০ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কারণে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এখনও।

Comments :0

Login to leave a comment