১১৮ বলে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। রবীন্দ্র জাদেজা সাত নম্বরে নেমে অপরাজিত থাকলেন ১৫ বলে ২৯ রানে। ভারত ৩২৬ রানে ৫ উইকেট, ৫০ ওভার।
সূর্যকুমার যাদব আউট হন ১৩ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলে। এর আগে ১৭ বলে ৮ রান করে আউট হন কেএল রাহুল। ৪২ ওভারের মাথায় আউট হন রাহুল।
গোড়ায় আউট হন শুভমন গিল। ২৪ বলে ২৩ রান। এর আগে আউট হন অধিনায়ক রোহিত শর্মাও। ২৪ বলে ৪০ রান করেছেন তিনি। পাওয়ার প্লে-তে ভারত ১ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই বিশ্বকাপে প্রথম দশ ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান তুললেন রোহিতরা। এর থেকে বেশি ৯৪ রান পাোয়ার প্লে-তে তুলেছিল শ্রীলঙ্কা।
শ্রেয়স আইয়ার ৭৭ রান তুলেছেন ৮৭ বলে। বিরাট কোহলি ৯১ রান ১১২ বলে, রয়েছেন ক্রিজে। সঙ্গী রবীন্দ্র জাদেজা।
টিকিটের কালোবাজারি নিয়ে তীব্র বিতর্কের মধ্যে রবিবার ইডেন গার্ডেন্সে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। দুই দলই ফর্মে। তুঙ্গে রয়েছে উত্তেজনা।
সকাল থেকেই দর্শকদের ভিড় দেখা গিয়েছে মেট্রোতে, বাসে।
Comments :0