Md Salim

রাজ্যজুড়ে ত্রাণসংগ্রহ সপ্তাহের শেষে, ঘোষণা সেলিমের, দেখুন ভিডিও

রাজ্য কলকাতা

‘উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের জন্য বামপন্থী ছাত্র যুব এবং গণসংগঠন গুলো নিজেদর যথা শক্তি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা এই কাজে অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ, বহু সাধারণ মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।’ শুক্রবার সিপিআই(এম) রাজ্য সদর দপ্তর মুজফফর আহমেদ ভবনের সাংবাদিক সম্মেলনে বলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘ছাত্র যুবদের এক একটি করে প্রতিনিধি দল উত্তরবঙ্গে গিয়েছেন। এক দল যাচ্ছে, অন্য দল ফিরছে। আগামী শনিবার এবং রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ত্রাণ সংগ্রহ করবে সিপিআই(এম) কর্মীর সমর্থকরা।’ রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানানো হয়েছে সিপিআই(এম) এর পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের জন্য রাজ্যের তহবিলে সাহায্য করার জন্য।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক জানিয়েছেন, কালিম্পং সহ একাধিক দুর্গম জায়গায় রেড ভলেন্টিয়াররা সক্রিয়। সেলিম বলেন, ‘মানুষের ত্রাণ প্রয়োজন। বামপন্থী কর্মী সমর্থকরা ত্রাণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পৌরসভা এবং পঞ্চায়েতের এই সময় যেই ভূমিকা নেওয়া দরকার ছিল সেই ভূমিকায় তাদের দেখা যাচ্ছে না। কোথাও কোন পঞ্চায়েতকে দেখা যাচ্ছে না।’ 
সেলিম বলেন, রাজ্য সরকারের গাফিলতির জন্য উত্তরবঙ্গের মানুষ আজ সঙ্কটের মুখে পড়েছেন। তিনি বলেন, ‘পাহাড়ে যেই ক্ষতি হয়েছে সেই নিয়ে সরকারের কোন হেলদোল নেই। ত্রিপুরা নিয়ে নাটক করছে তৃণমূল বিজেপি। ৪ অক্টোবরের বৃষ্টির আগাত সতর্কতা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। সরকার আগে থেকে যদি সতর্ক থাকতো, সাধারণ মানুষজনদের যদি অন্যত্র সড়িয়ে নিয়ে যেতো তাহলে অনেক মানুষ প্রাণে বাঁচতেন। সরকার তা করেনি উল্টে তারা ব্যাস্ত ছিল উৎসবের আয়োজন করতে।’
সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘৬৭০টি জায়গায় ধস হয়েছে। তার মধ্যে ৭৮টি ধস গুরুত্বর। বহু মানুষের দেহ পাওয়া গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন বহু মানুষ যাদের দেহ পাওয়া গিয়েছে সেখানে দেখা গিয়েছে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়নি। এখান থেকে বোঝা যাচ্ছে বহু কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে, যা চাপা পড়ে মানুষের মৃত্যু হয়েছে।’
সিপিআই(এম) এর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে উত্তরবঙ্গের কৃষিজীবী মানুষের যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতিপুরণ সরকারকে দিতে হবে। তার সাথে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই কাজের জন্য জমি নির্দিষ্ট করার দাবিও জানানো হয়েছে শুক্রবারের সাংবাদিক সম্মেলন থেকে। সেলিম বলেন, ‘চা বাগানে যারা আছে তাদের থাকার জন্য বিকল্প জমির ব্যবস্থা করতে হবে। চড় এলাকায় যারা ছিলেন তাদের বাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তাদেরও স্থায়ী ব্যবস্থা করে দিতে হবে।’
রাজ্য সরকারকে আক্রমণ করে সেলিম বলেন, ‘গত ১৫ বছর টাকার বিনিময় পর্যটনের নাম করে বিজেপি এবং তৃণমূল জমি লুঠ করেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অপদার্থ। সরকারের নাকের ডগায় বসে সব দুর্নীতি হয়েছে। উত্তরবঙ্গের পরিবেশ প্রকৃতি নষ্ট করা হয়েছে। এর দায় সরকারকে নিতে হবে। রাজ্য এবং কেন্দ্রকে এই বিষয় শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

Comments :0

Login to leave a comment