Dipak Sarkar

প্রয়াত দীপক সরকার

রাজ্য

প্রয়াত দীপক সরকার, সোমবার রাতে মেদিনীপুর শহরে নিজের বাসভবনে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৮০ বছর।
সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে জানানো হয়েছে এদিন সকাল ১১ - ২ টো পর্যন্ত জেলা পার্টি অফিসে শেষ শ্রদ্ধা জানানোর জন্য  দেহ শায়িত থাকবে। তারপর পার্টি অফিস থেকে শোক মিছিল গোলকুঁয়াচক - পঞ্চুরচক - ক্ষুদিরাম স্ট্যাচু - কেরানিতলা - মেডিক্যাল কলেজে শেষ। সেখানে হবে দেহদান।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য থাকার পাশাপাশি অবিভক্ত মেদিনীপুর জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত দীপক সরকার। পরবর্তী সময় জেলা ভাগ হওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক হন তিনি। বার্ধক্য জনিত রোগে দীর্ঘদিন ভুগছিলেন মেদিনীপুর কলেজের প্রাক্তন এই অধ্যাপক।

Comments :0

Login to leave a comment