মুর্শিদাবাদ জেলার ৪ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল বেঙ্গালুরুতে। সোমবার রাত থেকে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে শ্রমিকদের চিকিৎসা চলছিল। সোমবার রাতে ওই শ্রমিকদের থানার ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানেই পুড়ে যান মুর্শিদাবাদের ৭ শ্রমিক। বৃহস্পতিবার তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। ভোরেই মৃত্য হয়েছে জাহিদ আলি(৩৫) নামে এক শ্রমিকের। এপর শুক্রবার মৃত্যু হয় বহরমপুর থানার নাগড়াজোলের বাসিন্দা মিণারুল সেখ(৩৫) ও তাজিবুর সেখের( ৩০)। শুক্রবার দুপুরে মৃত্যু হয়েছে জিয়াবুর সেখের(৩৫)। তরতাজা যুবকদের হারিয়ে কার্যত পথে বসেছে পরিযায়ী শ্রমিকদের পরিবার। সকালেই বেঙ্গালুরু রওনা দিয়েছে তাজিবুর সেখের বাবা গিয়াসুদ্দিন সেখ। সঙ্গে গিয়েছেন প্রয়াত দুই পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা। বেঙ্গালুরুতে সিআইটিইউ এবং মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন দেহে ফেরানো এবং ক্ষতিপূরণের দাবিতে ঠিকাদার সংস্থার উপর চাপ তৈরি করেছে। মৃত শ্রমিকদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে নির্মাণ শ্রমিক ফেডারেশন। চার শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। বাকি তিন জনের চিকিৎসা চলছে হাসপাতালে। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে যান সিআইটিইউ, নির্মাণ শ্রমিক ফেডারেশন ও পরিযায়ী শ্রমিক ইউনিয়নের নেতারা। নির্মাণ শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি বালাকৃষ্ণন শেঠঠি, সিআইটিইউ সাউথ বেঙ্গালুরু জেলা সভাপতি কেএস লক্ষ্মী, এসএফআই জেলা সম্পাদক বিজয় কুমার, সিআইটিইউ নেতা হরিশ , রমেশ , সুমন দাস মহাপাত্ররা। নির্মাণ শ্রমিক বোর্ডের কাছে ডেপুটেশনও দেওয়া হয়। নির্মাণ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, সরকারকে চিকিৎসার খরচ বহন করতে হবে, আহতদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা এবং প্রাণহানির ক্ষেত্রে প্রত্যেককে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকেও দাবি জানানো হয়েছে, শ্রমিকদের দেহ ফেরানোর ও চিকিৎসার সমস্ত খরচ কোম্পানি ও সরকারকে বহন করতে হবে। রাজ্যের সরকারকে মৃত শ্রমিকদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা ও আহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা দিতে হবে। মুর্শিদাবাদের জেলা শাসক এবং শ্রম দপ্তরে দাবী সনদ পাঠানো হয়েছে। বেঙ্গালুরুতে সানলাইন সিগনেচার ডেভলপার বলে একটি কোম্পানির বহুতল নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন মুর্শিদাবাদের ওই ৭ শ্রমিক। নির্মাণশ্রমিক ফেডারেশন এবং মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে স্পষ্টভাবেই বলা হয়েছে, যে শ্রমিকদের যে থাকার জায়গা দেওয়া হয়েছিল সেটা নিরাপদ ছিল না।
Migrant Workers From Murshidabad
বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ মুর্শিদাবাদের ৪ পরিযায়ী শ্রমিকের মৃত্যু

×
Comments :0