কসবা ল’কলেজে দলবদ্ধ ধর্ষনের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তারক্ষীর জামিন। তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় এদিন তিনি জামিন পেয়েছেন। এই ঘটনা থেকে ফের একাবার সামনে এলো পুলিশি তদন্তের ব্যর্থতা। মনোজিৎ মিশ্র সহ দুজনের নাম এই ঘটনায় উঠে আসে। প্রাথমিক তদন্তে জানা যায় গার্ড রুমে মনোজিৎদের যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন অভিযুক্ত নিরাপত্তারক্ষী।
গত ২৫ জুন বুধবার রাতে বিজন সেতুর সামনে সাউথ কলকাতা ল’কলেজে গণধর্ষণের শিকার হয় এক পড়ুয়া। তার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় তিনজনকে। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই কলেজের টিএমসিপি ইউনিটের প্রাক্তন সভাপতি, বর্তমানে কলেজের অস্থায়ী কর্মী। অভিযোগ সে এবং আরও দুজন এই ঘটনা ঘটিয়েছে।
নির্যাতীতার বয়ান অনুযায়ী সেদিন রাতে তাকে মনোজিৎ এবং বাকি দুই অভিযুক্ত ইউনিয়ন রুমে যৌন হেনস্তা করে। তারপর তাকে গার্ড রুমে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেয়। নির্যাতীতা তাতে রাজি না হলে তখন তিনজন তাকে ধর্ষণ করে এবং গোটা বিষয়টা ভিডিও করে। হুমকি দেয় কোথাও জানালে ভিডিও ছড়িয়ে দেওয়া হবে। ঘটনার পর নির্যাতীতা কসবা থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে কসবা থানা।
Kasba Rape Case
কসবা ধর্ষণ ঘটনায় জামিন অভিযুক্ত নিরাপত্তারক্ষীর

×
Comments :0