Afghanitan Press meet

আফগানিস্তান মন্ত্রী সাংবাদিক সম্মেলনের বিতর্কের দায় নিলো না ভারত সরকার

জাতীয় আন্তর্জাতিক

আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তিকীর সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় নিজেদের দিক থেকে দায় ঠেললো ভারতের বিদেশ মন্ত্রক। শনিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশের অনুমতি না দেওয়ার ঘটনায় ভারত সরকারের কোন ভূমিকা নেই। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে আফগানিস্তান দূতাবাসের পক্ষ থেকে নির্দিষ্ট সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল সাংবাদিক সম্মেলনে।
গতকাল দিল্লিতে আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে কোন মহিলা সাংবাদিক দেখা যায়নি। অভিযোগ সামনে এসেছে যে কয়েকজন মহিলা সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি সাংবাদিক সম্মেলনে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে শুরু করেছেন বিরোধীরা। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে এক্সহ্যান্ডেলে লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ‘সাংবাদিক সম্মেলন থেকে যখন মহিলা সাংবাদিকদের বাদকে আপনি এবং আপনার সরকার মদত দিচ্ছেন তখন আপনি ভারতের প্রতিটি মহিলাকে বার্তা দিচ্ছেন যে মহিলাদের সম্মান রক্ষা করতে আপনার সরকার কতটা দুর্বল। আমাদের দেশে, মহিলাদের প্রতিটি ক্ষেত্রে সমান অংশগ্রহণের অধিকার রয়েছে। এই ধরণের বৈষম্যের মুখে আপনার নীরবতা নারী শক্তির উপর আপনার স্লোগানের বিপরিত।’
তালিবান সরকারের মন্ত্রীর এই আচরণের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে নিজের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।

Comments :0

Login to leave a comment