পাথরবোঝাই বেপরোয়া লরি ধাক্কা মারলো যাত্রী ভর্তি টোটোকে। প্রাণ হারালেন ৫ জন। আহতের সংখ্যা ১১। শুক্রবার রাত এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে নিতুড়িয়া থানা অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ভামুরিয়া মোড়ের অদূরে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রাতেই উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকায়৷
স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে শুক্রবার রাতে একটি লরি পুরুলিয়ার থেকে বরাকরের দিকে যাচ্ছিল। সেই সময় একটি লরি প্রথম একটি যাত্রী বোঝায় টোটোকে ধাক্কা মারে। তারপর একটি মোটরসাইকেলকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় আশে পাশে থাকা পথচারীদেরও ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলে টোটোতে থাকা পাঁচ যাত্রীর মৃত্যু হয়। আহত হয় ১১ জন। আহতদের হাড়মাড্ডি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে বরাকরের দিকে পাথরবোঝাই লরিটি দ্রুত বেগে যাচ্ছিল। সেই সময় প্রথমে একটি যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মারে। টোটোটি রাস্তার একধারে ছিটকে পড়ে। তারপর ধাক্কা মারে মোটরসাইকেলে। লরিটি পালিয়ে যাওয়ার সময় পথচারীদেরও ধাক্কা মারে। ঘটনায় আহত হন ১১ জন। পাঁচ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে।
পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। লরিটিকে আটক করে নিতুড়িয়া থানার পুলিশ। ঘটনার পর যান নিয়ন্ত্রণের দাবিতে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে স্থানীয়রা, ঘটনাস্থলে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
Comments :0