অনির্বাণ দে
গার্ডেনরিচে বহুতল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে ভগবানগোলার শ্রমিক নাসিরউদ্দিন শেখের। ঘরে স্ত্রী, তিন নাবালক সন্তান। সংসার চলবে কী করে, কান্নায় ভেঙে পড়ে এই আর্তি স্ত্রী জেসমিনা বিবির।
মঙ্গলবার ওই শ্রমিকের বাড়িতে গেলেন সিপিআই(এম) জেলা সম্পাদক জামির মোল্লা , প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান, পার্টিনেতা কামাল হোসেন, আনোয়ার সাদাত প্রমুখ। সন্তানদের কোলে নিয়ে অপরাধীর শাস্তির দাবি তুললেন জেসমিনা।
সিপিআই(এম)’র দাবি জানানো হয়েছে, অপরাধীদের শাস্তি দিতে হবে। মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
গার্ডেনরিচের বেআইনি বহুতল ভেঙে পড়ে রবিবার গভীর রাতে। নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে পাশের ঝুপড়ির ওপর। চাপা পড়ে নিহত হয়েছেন অন্তত ৯ জন। তার মধ্যে রয়েছেন ভগবানগোলার বাসিন্দা নাসিরুদ্দিন শেখও।
কলকাতায় কাজে গিয়েছিলেন নাসিরউদ্দিন। নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার রাতেই দুর্ঘটনার খবর জানতে পারে পরিবার।
নাসিরউদ্দিনের এক মেয়ে, দুই ছেলে রয়েছে। তিন জনই নাবালক। রয়েছেন স্ত্রী। দেহ ফিরবে কীভাবে, তা নিয়েও দুশ্চিন্তায় পরিবার।
হুগলীর আবদুল্লাহ সেখ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে গার্ডেনরিচে। তাঁর স্ত্রী তাসরিমা বিবি এবং নাসিমউদ্দিনের স্ত্রী জেসমিনা বিবি দুই বোন। বর্তমানে ভগবানগোলাতেই আছেন তাসরিনাও।
জেসমিনা বিবি বলেছেন, রাত থেকেই ফোনে পাচ্ছিলেন না। পরে মৃত্যুর খবর পেয়েছি। ছেলেমেয়েদের নিয়ে কোথায় যাব? কোলে শিশু সন্তান নিয়ে দাবি জানিয়েছেন দোষী ঠিকাদারদের শাস্তির। নাসিমুদ্দিন ও জেসমিনার তিন সন্তান রয়েছে। জেসমিনা সন্তানসম্ভবা। শিশুদের নিয়ে দাঁড়াবেন কোথায়, বলছেন তিনি।
গ্রামবাসীরা জানিয়েছেন, জমি নেই নাসিরউদ্দিনের। দিন মজুরের কাজ করেন। নেই কোনও সঞ্চয়। সরকারি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গ্রামের মানুষ।
Comments :0