Hathras Rape case

হাথরাস কান্ডে তিনজনকে বেকসুর খালাস!

জাতীয়

বৃহস্পতিবার একটি এসসি/এসটি আদালত হাতরাস ধর্ষণ-খুন মামলায় একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে এবং অন্য তিনজনকে খালাস দিয়েছে। চার অভিযুক্তের মধ্যে - সন্দীপ (২০), রবি (৩৫), লব কুশ (২৩), এবং রামু (২৬) - আদালত বলে যে সন্দীপ প্রকৃত দোষী। সন্দীপকে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০৪ এবং এসসি/এসটি আইনের ধারাগুলির অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে।


এদিকে, এই রায়ে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার। পরিবার বলেছে যে তারা আদালতের রায়ে সন্তুষ্ট নয় এবং বলেছে যে তারা মামলাটি উচ্চ আদালতে আপিল করবে। হাথরাস জেলা আদালত আজ সাজার বিরুদ্ধে বিতর্ক শুনবে।


২০২০ সালের সেপ্টেম্বরে, উত্তর প্রদেশের হাথরাস জেলার বুলগড়িতে ১৯ বছর বয়সী এক দলিত মহিলাকে ধর্ষণ করা হয়েছিল এবং গুরুতরভাবে আহত হয় সে। ধর্ষণে বাধা দেওয়ায় তাঁর শ্বাসরোধ করে জিভ কেটে নেওয়া হয়। মামলায় একই গ্রামের চার উচ্চবর্ণের ঠাকুরকে গ্রেপ্তার করা হয়। ১৫ দিন পর দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

Comments :0

Login to leave a comment