এই বছর আইপিএল মরশুম শুরু হতে চলেছে ৩১ মার্চ। চলবে ২১ মে পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। খেলা হবে আহমেদাবাদে। আগামী ২৮ মে হবে ফাইনাল। শুক্রবার পুরুষদের আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিসিআই।
এবারের আইপিএলে দশটি ফ্রাঞ্চাইজির দল প্রতিযোগিতায় নামবে। ১০ টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’- মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কেকেআর, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়েন্টস। গ্রুপ ‘বি’ চেন্নাই সুপার কিংস, পঞ্জাব সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটানস। মোট লিগে ৭০টি ম্যাচ হবে। দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮দিন। প্রতিটি দল মোট ১৪টি করে ম্যাচ খেলবে। সেগুলি হবে হোম ও অ্যাওয়ের ভিত্তিতে। ৫২ দিনের ক্রিকেটে ১২টি আলাদা আলাদা ভেন্যুতে রোমাঞ্চকর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে ৭টা ৩০ মিনিট থেকে। দুপুরের ম্যাচ শুরু হবে ৩টা ৩০ মিনিট থেকে।
Comments :0