INDIA vs SOUTH AFRICA

কোহলি ঝড়, জাদেজার ঘূর্ণিতে ইডেনে গুটিয়ে গেল প্রোটিয়ারা

খেলা

জয়ের পর ইডেনে বিরাটরা। ছবি: অচ্যুৎ রায়

শুভঙ্কর দাস

রবিবার ইডেন গার্ডেন্সে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের। প্রোটিয়াদেরকে কার্যত হেলায় উড়িয়ে দিল ‘টিম ইন্ডিয়া’।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা বেশ ভালোই করেন দুই ওপেনার শুভমান গিল এবং রোহিত শর্মা। যদিও কিছুক্ষণ পর কাগিসো রাবাডার বলে বাভুমার হাতে ক্যাচ দিয়ে ২৪ বলের বিনিময়ে ৪০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ইন্ডিয়ান ক্যাপ্টেন। তবে পাওয়ার প্লে’তে ঝড় তুলে দেয় রোহিত-শুভমন জুটি। 

তারপর হাল ধরেন বিরাট কোহলি। পিচে পড়ে থেকে অদম্য লড়াই করলেন বার্থডে বয়। তাঁর অসাধারণ সেঞ্চুরি দেখল গোটা কলকাতা, খেললেন ১০১ রানের অনবদ্য ইনিংস। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাঁকে অভিবাদন জানাল গোটা ইডেন। ৪৯তম আন্তর্জাতিক সেঞ্চুরি করে ছুঁয়ে ফেললেন তাঁর বরাবরের হিরো শচীন তেন্ডুলকরকে। 

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজের ভেলকি বুঝতে পারেননি গিল। ফলে, বোল্ড হয়ে ২৩ রানে ফিরে যান তিনি। এরপর মাঠে আসেন শ্রেয়স আইয়ার। বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার, দুজন মিলে ১০০ রানের ওপর পার্টনারশিপ গড়েন। বলা যেতে পারে, দুর্দান্ত পারফর্ম করেন দুজন। 

শ্রেয়স আইয়ার করেন ৭৭ রান। কেএল রাহুলের ঝুলিতে যদিও মাত্র ৭ রান। সূর্যকুমার যাদব করেন ২২ রান। রবীন্দ্র জাদেজা ২৯ রানে অপরাজিত ছিলেন। নির্ধারিত ৫০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে এনগিডি, জানসেন, রাবাডা, কেশব মহারাজ এবং শামসি ১টি করে উইকেট পান। 

জবাবে ব্যাট করতে নেমে, প্রথমেই বিপাকে পড়ে সাউথ আফ্রিকা। দুর্দান্ত ফর্মে থাকা কুইন্টন ডি কককে মাত্র ৫ রানে ফেরান মহম্মদ সিরাজ। তারপর বাভুমাকে ১১ রানে ফেরান রবীন্দ্র জাদেজা। 

দক্ষিণ আফ্রিকাকে কার্যত মাথা তুলে দাঁড়াতেই দেননি ভারতীয় বোলাররা। মহম্মদ শামির বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্করাম। সেই শামির বলেই, ১৩ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন ভ্যান ডার ডাসেন। ক্লাসেন করেন মাত্র ১ রান। তাঁকে আউট করেন রবীন্দ্র জাদেজা। 

সেখানেই শেষ নয়। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ পুরোপুরিভাবে ভেঙে পড়ে এই ম্যাচে। ডেভিড মিলার এবং কেশব মহারাজকে ফেরান সেই জাদেজা। অন্যদিকে, কুলদীপ যাদবের বলে আউট হন ম্যাক্রো জানসেন। তিনি করেন ১৪ রান।

তবে জাদেজা ঝড় যেন তখনও থামেনি, কাগিসো রাবাডাকে মাত্র ৬ রানে ফেরান তিনি। শেষ উইকেটটি পান কুলদীপ যাদব। তাঁর বলে মাত্র ০ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এনগিডি। 

ভারতের হয়ে ৫ উইকেট পান রবীন্দ্র জাদেজা। অন্যদিকে, ২টি করে উইকেট পান মহম্মদ শামি এবং কুলদীপ যাদব। মহম্মদ সিরাজ পান ১টি উইকেট। 

ভারত জয়ী ২৪৩ রানে, ম্যাচের সেরা বিরাট কোহলি। ডিজের তালে এবং বাজির রোশনাইতে ইডেন তখন যেন আরও মায়াবী।

Comments :0

Login to leave a comment