World' Hunger Report

ভারতে ক্ষুধার্তের সংখ্যা গুরুতর, বলছে রিপোর্ট

জাতীয়

বিশ্ব ক্ষুধা সূচকে ভারত ১২৭ টি দেশের মধ্যে ১০৫ তম। বিশ্ব ক্ষুধা সূচকের ২০২৪ এর প্রতিবেদনে এই তথ্য পেশ করা হয়েছে। 
প্রতিবেদনের সমীক্ষা পদ্ধতি অনুযায়ী ভারত বিশ্বে ক্ষুধার নিরিখে গুরুতর সংকটে থাকা দেশ।
ভারতের সমস্যা সব থেকে বেশি শিশুদের অপুষ্টিতে। বয়সের তুলনায় কম ওজন সম্পন্ন শিশু ভারতে ১৮.৭%। সারা বিশ্বের নিরিখে এই হার সর্বোচ্চ। বয়সের তুলনায় কম উচ্চতা সম্পন্ন শিশু ৩৫.৫ শতাংশ। 
বিশ্ব ক্ষুধা প্রতিবেদন অনুযায়ী ভারত প্রতিবেশী শ্রীলঙ্কা, নেপাল বা বার্মার তুলনায় পিছিয়ে। পাকিস্তান এবং আফগানিস্তানের তুলনায় সামান্য এগিয়ে। 
সূচক এবং ধান বিচারের পদ্ধতি অনুযায়ী যেই দেশের নম্বর যত বেশি সেই দেশ তত পিছিয়ে। ভারতের এবারের স্কোর ২৭.৩.। ২০১৬ তে ছিল ২৯.৩। ২০০৮ এ ভারতের স্কোর ছিল ৩৫.২। এই বিচারে সামান্য এগুলোও প্রতিবেদন বলছে গত কয়েক বছরে শিশুদের অপুষ্টি গুরুতর মাত্রায় বেড়েছে। 
বিশ্ব ক্ষুধা সূচকের প্রতিবেদনের পর সিপিআই(এম) বলেছে, নরেন্দ্র মোদি সরকারের উচিত দেশের বিপুল অংশের ক্ষুধা মেটাতে জরুরি ব্যবস্থা নেওয়া। তার বদলে দেশের সরকার বড় বড় কর্পোরেটের মুনাফার খিদে মেটাতে বেশি ব্যস্ত।

Comments :0

Login to leave a comment