Kalinga Super Cup

সুপার কাপে জোড়া ম্যাচ

খেলা

Kalinga Super Cup ছবি সৌজন্য - আইএসএল অফিসিয়াল ফেসবুক পেজ

বুধবার সুপার কাপে রয়েছে দুটি ম্যাচ । বিকেল ৪:৩০টেয় বেঙ্গালুরুর মুখোমুখি হবে ইন্টার কাশি। অন্য ম্যাচে মুম্বই খেলবে চেন্নাইনের বিরুদ্ধে। আইলিগ শেষ হওয়ার পরেও বিতর্ক পিছু ছাড়তে নারাজ এই প্রতিযোগিতা নিয়ে। AIFF সরকারিভাবে চার্চিলকে চ্যাম্পিয়ন করার পরই  ইন্টার কাশি ম্যানেজমেন্ট এর বিরুদ্ধাচারণ করেই স্মরণাপন্ন হয়েছে কোর্ট অব এট্রিবিউশন ফর স্পোর্টস  বা CAS তে। ফলে পরবর্তীতে সিদ্ধান্ত বদলও হতে পারে। এই বিতর্কের মাঝেই তারা নামবে আইলিগের রানার্স দল সুনীলের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। আইলিগ ফসকে যাওয়ার পর বেঙ্গালুরু এবার পাখির চোখ করেছে এই প্রতিযোগিতাকে। এই প্রতিযোগিতায় জয়ী দল সুযোগ পাবে এসিএল ২ বা ACL 2 এর প্লে অফে খেলার। অন্য ম্যাচে মুম্বই দল খেলবে চেন্নাইনের বিরুদ্ধে। 

Comments :0

Login to leave a comment