সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার পরিস্থিতিতে জলাধারের ধারণ ক্ষমতা বাড়ানোর কাজে হাত দিল ভারত।
জম্মু ও কাশ্মীরের সলাল ও বগলিহর জলবিদ্যুৎ প্রকল্পের জলাধারে পলির আস্তরণ সরানোর কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। জলাধারের দেওয়ালের উচ্চতা বাড়ানো হচ্ছে হচ্ছে।
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর কূটনৈতিক পদক্ষেপ হিসেবে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার ঘোষণা করেছে ভারত। এই চুক্তি অনুযায়ী পাকিস্তানকে ৬ মাস আগে নোটিশ দিয়ে জলাধার পরিষ্কার করার কাজে হাত দিতে হতো বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
জলচুক্তি স্থগিত রেখে জলের প্রবাহ পাকিস্তানে পাঠানো নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এমনকি কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সিআর পাটিল গত সপ্তাহে ঘোষণা করেন যে এক বিন্দু জল পাকিস্তানকে দেওয়া হবে না।
সেক্ষেত্রে জল ধরে রাখার ক্ষমতাও বাড়ানো জরুরি। তার জন্য সব মিলিয়ে দশ বছর সময় লাগবে বলে প্রাথমিক অনুমান ছিল কারিগরি বিশেষজ্ঞদের।
সাম্প্রতিক তথ্যে জানা গিয়েছে যে মোট ৬টি প্রকল্পের পলি সরানোর কাজে হাত দিচ্ছে ভারত। এই ৬টি প্রকল্পে মোট ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এই প্রকল্পগুলির দায়িত্বে।
চলতি সপ্তাহে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার পরিস্থিতিতে বিভিন্ন পরিকল্পনার জন্য ফের উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সিআর পাটিল, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল খট্টর এবং মন্ত্রকগুলির আধিকারিকরা এই বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
India Indus Treaty
স্থগিত সিন্ধু জলচুক্তি, কাশ্মীরের ২ প্রকল্পে জলধারণ ক্ষমতা বাড়াতে নামল কেন্দ্র

×
Comments :0