পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ল মাধ্যমিকের তিন পরীক্ষার্থী। ঘটনার জেরে আহত হয়েছে আরেক ছাত্রীও। আহত হয়েছেন দুই অভিভাবক এবং অটোচালকও। পরীক্ষার্থীরা যদিও পরীক্ষা দিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের জিরানগাছা এলাকায় পরীক্ষা শুরুর কিছু আগে দুর্ঘটনার মুখে পড়ে পরীক্ষার্থীরা। ভাঙড় হাইস্কুলের তিন পরীক্ষার্থী এবং দুই অভিভাবককে নিয়ে চলছিল অটোটি। রাস্তায় সামনে এসে পড়ে সাইকেলে সওয়ার এগারো বছরের ছাত্রী মুস্তাবিনা খাতুন। তাকে বাঁচাতে গিয়ে উলটে যায় অটোটি।
অটোর আরোহী মোট ছয়জন এবং মুস্তাবিনাকে নিয়ে যাওয়া হয় জিরানগাছা হাসপাতালে। মুস্তাবিনা, দুই অভিভাবক এবং অটো চালককে সেখান থেকে পাঠানো হয়েছে কলকাতার আরজি কর হাসপাতালে।
জিরানগাছা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে বসতে পেরেছে পরীক্ষায়। আহত আরেক ছাত্রী আজমিরা খাতুন পরীক্ষা দিয়েছে হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই।
Comments :0