বুধবার বড়দিন উপলক্ষে ভারতের ছাত্র ফেডারেশন সদর ২ অঞ্চলিক কমিটির পক্ষ থেকে আসাম মোড় চার্চ সংলগ্ন এলাকায় ‘ইনকিলাবি’ বুক স্টলের আয়োজন করা হয়। স্টলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআই সদর আঞ্চলিক কমিটি-২ সম্পাদক জয়দেব রায়, সভাপতি আব্দুল করিম, সান্তনু বিশ্বাস অলিভিয়া দে সরকার, শুভ দাস প্রমুখ।
উদ্বোধন করেন জেলা সম্পাদক অরিন্দম ঘোষ ও সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জয় সরকার। নেতৃবৃন্দ জানান বামপন্থী পত্র পত্রিকার পাশাপাশি বর্তমান সময়ে ছাত্রদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের বই সম্ভার রাখা হয়েছে স্টলে।
Book Stall Jalpaiguri
বড়দিনে বুকস্টল এসএফআই’র
×
Comments :0