ISRAEL PALESTINE CONFLICT

ইজরায়েলি হামলায় গাজায় নিহত রাষ্ট্রসঙ্ঘের ৫ কর্মী

আন্তর্জাতিক

রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ বিষয়ক এজেন্সি জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় তাদের আরও পাঁচ কর্মী নিহত হয়েছেন, যার ফলে গত ৭ অক্টোবর ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত শুরু হওয়ার পর থেকে মিশনের মোট নিহত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে।
রবিবার এক বিবৃতিতে রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ সংস্থাটি জানায়, ২৪ অক্টোবর নিহত দুই কর্মীর মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত করেছে। সার্বিক প্রাণহানির পাশাপাশি এখন পর্যন্ত ইউএনআরডব্লিউএ'র অন্তত ২৪ জন কর্মী আহত।
গাজার বেশিরভাগ নাগরিকের মতো আমাদের কর্মীরাও আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীদের হারিয়েছে এবং তারা তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়েছে। তারপরও তারা মানবিক সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রসঙ্ঘের মিশন আরও জানায়, গত ৩ নভেম্বর জাবালিয়া শরণার্থী শিবির ও নুসেইরাত ক্যাম্পের ইউএনআরডব্লিউএ'র দুটি স্কুল ইজরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়। জাবালিয়ার একটি স্কুলে সরাসরি হামলায় ১৫ জন নিহত ও ৭০ জন আহত হয়।

Comments :0

Login to leave a comment