শহরের নাগরিক পরিষেবা নিয়ে দাবি তুলে ছিল পৌরসভা অভিযান। তার সঙ্গে জুড়ে গেল ব্রিগেড সমাবেশের আহ্বানও। জলপাইগুড়িতে এই কর্মসূচির পর ব্রিগেডের প্রচার নতুন মাত্রা নিল।
শুক্রবার, ১০ দফা দাবিতে, জলপাইগুড়ি পৌরসভা অভিযান করে সিপিআই(এম)।
দাবি ছিল, ‘আম্রুত’ প্রকল্পের জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে শহরের আবর্জনা নিষ্কাশনের সঠিক পরিকল্পনা গ্রহণ, শহরের আবর্জনায় করলা তিস্তা নদীর দূষণ বন্ধ করা, বর্ষায় শহরের জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করা, পৌর সম্পত্তি বিক্রি না করে পৌরসভার আয়ের উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করা, পৌর কর্মচারীদের সঠিক সময় বেতন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন প্রদান, বন্ধ থাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতা অবিলম্বে প্রদান, হাউসিং ফর অল প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে সঠিক সময় পৌঁছে দেওয়ার।
সিপিআই(এম) সদর পূর্ব এরিয়া কমিটি ও সদর পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে শহরের ২৫ টি ওয়ার্ডের মানুষের জনজীবনের জলন্ত সমস্যা নিয়ে পৌরসভা অভিযান করা হয়। ডি বি সি রোড জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল শহরের একাংশ পরিক্রমা করে পৌরসভার গেটে পৌঁছলে সেখানে বিরাট পুলিশ বাহিনী পৌরসভার গেটে মিছিল ঢুকতে বাধা দেয়। মিছিল ব্যারিকেড ধাক্কা দিয়ে সরিয়ে পৌরসভায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে বচসা শুরু হয়। পৌরসভার রাস্তার সামনে পথ আটকে বসে পড়েন সিপিআই(এম) কর্মী ও নেতৃবৃন্দ। পরে পুলিশ ব্যারিকেড সরিয়ে পৌরসভায় ঢুকে স্মারকলিপি প্রদানের ব্যবস্থা করলে অবরোধ উঠে যায়।
পৌরসভার গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি চলে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র, সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন, সদর-পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, ডি ওয়াই এফ আই জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভায়ু পাল, সি পি আই (এম) জেলা নেতা বিপ্লব ঝা, কৌশিক ভট্টাচার্য সহ নেতৃবৃন্দ। ছিলেন প্রাক্তন কাউন্সিলর ও সিপিআই(এম) নেতা সলিল আচার্য। পৌরসভায় স্মারকলিপি গ্রহণের জন্য পৌর প্রতি উপ পৌরপতি কেউ উপস্থিত ছিলেন না এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র স্মারকলিপি গ্রহণ করেন। সিপিআই(এম) নেতৃবৃন্দের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি এক্সিকিউটিভ অফিসার। নেতৃবৃন্দ ফিরে এসে বলেন, অবিলম্বে দাবি মেনে পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে।
Jalpaiguri Municipality March
জলপাইগুড়িতে পৌরসভা অভিযান, নতুন মাত্রা ব্রিগেডের প্রচারে

×
Comments :0