Koustav Bagchi Arrest

গ্রেপ্তার কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী

রাজ্য

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগে ভোরবেলায় কংগ্রেস নেতা, আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে পুলিশ হানা, গ্রেপ্তার করা হয় তাঁকে।

সাগরদিঘি হারার পরেই অধীর চৌধুরীর মেয়ের মৃত্যুর ঘটনা উল্লেখ করে ব্যক্তিগত পর্যায়ে তাঁকে নোংরা ভাবে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
পাল্টা কংগ্রেসের তরফে কৌস্তভ বাগচী একদিন পরেই প্রেস কনফারেন্স করে দীপক ঘোষের বইটা উল্লেখ করে।
তারপরেই এভাবে গ্রেপ্তারি।

রাজ্যসভার সিপিআই(এম) সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রজ্ঞন ভট্টাচার্য্য কৌস্তভ বাগচীর মুক্তির দাবি করেছেন।

 

আজই কৌস্তভকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। সূত্রে খবত কৌস্তভ বাগচীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Comments :0

Login to leave a comment