West Bengal Weather Update

রাজ্যজুরে শীতের পূর্বাভাস

রাজ্য জেলা

গত ২৪ ঘণ্টায় ১ ডিগ্রি কমেছে রাতের তাপমাত্রা। জেলায রাতের তাপমাত্রা ইতিমধ্যে ১৪ ডিগ্রিতে নেমেছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। কিছুটা কমবে শহর কলকাতাতেও। কার্তিক মাসের শেষেই শীতের পূর্বাভাস। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলে জানালো হাওয়া অফিস। কবেকদিনের মধ্যে শীতের আগমণ হবে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতাতে সেই সম্বভনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন সারাদিন শহরের আকাশ পরিস্কার থাকতে পারে। কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশেপাশে থাকবে। ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি শহরে। গতকাল কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৩ শতাংশ ও সর্বনিম্ন ৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় অনেকটা কমেছে তাপমাত্রা। ৪৮ঘণ্টার মধ্যে আরো ২-৩ ডিগ্রি নেমে যাবে পারদ। আগামী সপ্তাহে ১৮’র ঘরে নেমে যেতে পারে পারদ পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দার্জিলিঙ’র তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় আরও ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো নামতে পারে পারদ এমনটাই জানাচ্ছে পর্বাভাস। রাজ্যে উত্তরের হাওয়া প্রবেশ করতেই কয়েক ডিগ্রি তাপমাত্রা নেমেছে। সোমবার থেকেই রাজ্যে পারদ আরও নামবে। রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমেছে। সপ্তাহান্তে হাওয়া আরও বদলাবে। রাজ্যের বিভিন্ন জেলায় পারদ পতন হচ্ছে ধীরে ধীরে। পুরুলিয়া জেলার তাপমাত্রা ১৪.১, শ্রীনিকেতন ১৫.৪, ঝাড়গ্রাম ১৬, আসানসোল ১৭.৬, বাঁকুড়া ১৮, দার্জিলিঙ জেলায় ৬.৮, কালিম্পঙ ১৪.৫, কোচবিহারে ১৬.৬, আলিপুরদুয়ার ১৭.৭, জলপাইগুড়ি জেলার তাপমাত্রা ১৭.৯।
শনিবার থেকেই হাওয়া বদল হতে পারে। শীতের আমেজের সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। ডিসেম্বরের মাঝামাঝি শীত পড়বে কলকাতায়।
আবহবিদরা জানাচ্ছেন উত্তর-পশ্চিম ভারতের ওপর দিয়ে শীতল হাওয়ার স্রোত বইছে। তার জেরে ওই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে। তার প্রভাবে পূর্বভারতে আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দুই জেলা মালদা ও উত্তর দিনাজপুরের ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুয়ায়ী তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। ঠান্ডার আমেজ মিলছে  জেলাগুলিতে। নভেম্বর মাসের মাঝামাঝি শীতের আমেজ পড়তে পারে গোটা রাজ্যে। তবে গোটা রাজ্যে জাঁকিয়ে শীত কবে পড়বে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর।

Comments :0

Login to leave a comment