প্যালেস্তাইনের জনতার সংহতিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভসভা করলেন বামপন্থীরা। সভায় যোগ দিয়েছে বিভিন্ন গণ সংগঠন এবং নাগরিক সংগঠন।
সোমবার, ৭ অক্টোবর, ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের চলতি পর্বের প্রথম বছর। গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গিয়েছে। বিশ্ব জনমত যুদ্ধবিরতির পক্ষে সরব। গণহত্যার জন্য দায়ী করছে ইজরায়েল এবং তার প্রধান মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্রকে। সভায় নরেন্দ্র মোদী সরকারের কাছেও ইজরায়েলের সঙ্গে অস্ত্র লেনদেন বন্ধ করার দাবি জানানো হয়। আন্তর্জাতিক স্তরে ইজরায়েলের ওপর চাপ সৃষ্টি করার জন্য সক্রিয় হওয়ার দাবিও তোলে বিক্ষোভ সভা। সারা দেশেই গাজা আগ্রাসনের এক বছর ঘিরে ‘প্যালেস্তাইন সংহতি দিবস’ পালনের ডাক দিয়েছেন বামপন্থীরা।
বক্তব্য রেখেছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত, সিপিআই’র সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআই (এমএল)’র সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যও।
প্যালেস্তাইনে ইজরায়েলের লাগাতার বোমাবর্ষণ ধিক্কারের মুখে পড়েছে শিশুহত্যার জন্যও। নিহতদের বড় অংশ শিশু। এমনকি শিশু হাসপাতালে হামলা চালাতেও বাধেনি ইজরায়েলের সেনাবাহিনীর। আন্তর্জাতিক বিধি উড়িয়ে শিশু হাসপাতালে ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। ইনকিউবিটরে মারা গিয়েছে সদ্যোজাতেরা। বিক্ষোভ সভায় অনেকেরই হাতেই ছিল মর্মান্তিক সেই ঘটনাক্রমের প্রতীক।
বিশ্বের বিভিন্ন প্রান্তেই চলছে এমন ধিক্কার মিছিল। ইজরায়েল এর মধ্যেই বাড়িয়ে নিয়েছে আক্রমণের এলাকা। এখন গাজার পাশাপাশি লেবাননেও চলছে হামলা। প্যালেস্তাইনের আরেক এলাকা ওয়েস্ট ব্যাঙ্কেও বসতি এলাকায় হামলা চালাচ্ছে ইজরায়েলের সেনা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ ঊামানোর দাবিতে সোচ্চার হয়েছে বিক্ষোভ সভা।
GAZA PROTEST DELHI
গাজায় গণহত্যা থামাও: সোচ্চার দিল্লির বিক্ষোভ সভা
×
Comments :0