Lok Sabha Election 2024 Sixth Phase

ষষ্ঠ দফায় রাজ্যে ৮৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

জাতীয় রাজ্য পঞ্চায়েত ২০২৩

শুক্রবার সকাল থেকে পুরুলিয়া জেলার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা।

লোকসভা নির্বাচনের পাঁচ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাত দফার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট হবে আগামীকাল ২৫ মে শনিবার। 
কমিশনের তথ্য অনুযায়ী, ষষ্ঠ দফার ভোটে রাজ্যে মোট ৮৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কুইক রেসপন্স টিমও প্রস্তুত রাখা হচ্ছে কমিশনের তরফে। এই পর্বে ভোটে মোট বুথের সংখ্যাহ ৩ হাজার ৮০৪টি। থাকবে ২৯ হজার ৪৬৮ রাজ্যক পুলিশ।
২১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পশ্চিম মেদিনীপুর জেলায়। রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ৬ হাজার ৯০১ জন। পূর্ব মেদিনীপুরের জন্য ২৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ৭১৪ জন। বাঁকুড়ার জন্য ১৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।  রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ৬ হাজার ৫২১ জন। পূর্ব বর্ধমান জেলায় ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ৭ হাজার ৪৩২ জন। ঝাড়গ্রামে মোতায়েন ১২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ২ হাজার ৪৩৬ জন।  পুরুলিয়ার জন্য ১৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এই দফার ভোটে রাজ্য পুলিশ থাকছে ২৯ হাজার ৪৬৮জন জন।
সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে পশ্চিমবঙ্গের ৮ জেলায়। সেগুলি হল বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম (এসটি), মেদিনীপুর, বিষ্ণুপুর(এসসি)। ষষ্ঠ দফার নির্বাচনের তালিকায় রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রেও। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মধ্যে বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশিপুর এবং পাড়া বিধানসভা রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম লোকসভার মধ্যে রয়েছে বান্দোয়ান বিধানসভা এবং বাঁকুড়া লোকসভার অন্তর্গত রঘুনাথপুর বিধানসভা। পুরুলিয়া মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ১৯ হাজার ৯৮৯ জন। পুরুষ ভোটের সংখ্যা ৯ লক্ষ ২২ হাজার ১৮২ জন। মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৯৭ হাজার ৭৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ হাজার ৮৫ জন।পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ১২। মোট বুথের সংখ্যা ১ হাজার ৯০৩। ভোট কর্মী ১১ হাজার ৬৯১ জন। ‘ভালনারেবল বুথ’, পুরুলিয়া কেন্দ্রে, ১৯৩ টি। ক্রিটিকাল বুথ ২০১টি। মোট কেন্দ্রীয় বাহিনী ১৩৭ কোম্পানি। রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ৬ হাজার ৩৬৬ জন। জেলায় মোট নাকা পয়েন্টের সংখ্যা ৭৬ টি।
সপ্তম দফার ভোট হবে ১ জুন। ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন। শনিবার, ২৫ মে, ষষ্ঠ দফায় ভোট হবে সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি লোকসভা কেন্দ্রে। রয়েছে বিহারের ৮টি আসন,(বাল্মীকি নগর,  পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ,  শেওহর, বৈশালী,  গোপালগঞ্জ (এসসি), সিওয়ান ও মহারাজগঞ্জ)। হরিয়ানার ১০ টি আসন, (আম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, কার্নাল, সোনিপত, রোহতক, ভিওয়ানি-মহেন্দ্রগড়, গুরগাঁও, ফরিদাবাদ)। জম্মু ও কাশ্মীরের ১টি আসন, (অনন্তনাগ-রাজৌরি)। ঝাড়খণ্ডের ৪ টি আসন, (গিরিডি,  ধানবাদ,  রাঁচি,  জামশেদপুর)। দিল্লির ৭টি আসন, (চাঁদনি চক,  উত্তর পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নতুন দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি ও দক্ষিণ দিল্লি।)ওড়িশার ৬টি (ভুবনেশ্বর, পুরী, ঢেঙ্কানল, কেওনঝর(এসসি), কটক ও সম্বলপুর)। উত্তর প্রদেশের ১৪ টি আসন (সুলতানপুর,  প্রতাপগড়, ফুলপুর,  এলাহাবাদ,  আম্বেদকর নগর,  শ্রাবস্তী, ডুমারিয়াগঞ্জ,  বস্তি, সন্ত কবির নগর,  লালগঞ্জ, আজমগড়,  জৌনপুর, মছলিশহর ও ভাদোহি)। পশ্চিমবঙ্গের ৮টি আসনের তালিকায় রয়েছে, বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম (এসটি), মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর(এসসি)। 

Comments :0

Login to leave a comment