MaduraI Party Congress

সুসজ্জিত কুচকাওয়াজ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, পার্টি কংগ্রেসের জন্য তৈরি হচ্ছে মাদুরাই

জাতীয়

মাদুরাইয়ে সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেসের পোস্টার।

হাজার রেড ভলান্টিয়ারের সুসজ্জিত মিছিল হবে ১ এপ্রিলই। মাদুরাইতে পৌঁছাবে শহীদদের স্মৃতি নিয়ে তামিলনাডুর বিভিন্ন প্রান্ত ছুঁয়ে আসা পাঁচ পদযাত্রা। 
২ এপ্রিল থেকে মাদুরাইতে শুরু হচ্ছে সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেস। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। ওই দিনই জনসমাবেশ হবে মাদুরাইতে। উদ্বোধনী অনুষ্ঠান হবে তমুক্কম ওপেন গ্রাউন্ডে। 
ওই দিনই সংস্কৃতিকর্মীরা বিশেষ অনুষ্ঠান করবেন। অভিনেতা-পরিচালক সমুথিরকানি, শশীকুমার অংশ নেবেন। আর ৫ এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অভিনেতা প্রকাশ রাজ এবং সেলভারাজ। বিভাজনের রাজনীতির প্রতিবাদে বরাবর সরব থেকেছেন জনপ্রিয় এই শিল্পী অভিনেতারা। সরব থেকেছেন প্রগতিশীল আন্দোলনের পক্ষে।  
পার্টি কংগ্রেসকে ঘিরে ১ এপ্রিল থেকে প্রতিদিন চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। চলবে প্রদর্শনী, সেমিনার। চলবে গণসঙ্গীত। ২ এপ্রিল উদ্বোধন করা হবে প্রদর্শনীরও। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের ঐতিহ্য, ভারতের বহুত্ববাদ থাকবে প্রদর্শনীতে।  
৩ এপ্রিল ‘রাজ্যের হাতে ক্ষমতা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো’ সংক্রান্ত বিশেষ সেমিনার হবে। কেরালার মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়নের সঙ্গে অংশ নেবেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। কর্নাটকের মন্ত্রী বায়র গৌড়াও জানাবেন মত।
৬ এপ্রিল বন্দিয়ুর রিঙ রোডে সমাবেশ স্থলে যোগ দেবেন ২৫ হাজার রেড ভলান্টিয়ার। কুচকাওয়াজ করে যোগ দেবেন সমাবেশস্থলে। অন্তত ২ লক্ষ মানুষ সমাবেশে যোগ দেবেন বলে জানাচ্ছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। পার্টির রাজ্য সম্পাদক পি সম্মুগম সভাপতিত্ব করবেন সমাবেশে। স্বাগত ভাষণ দেবেন সাংসদ এবং অভ্যর্থনা কমিটির সম্পাদক সু বেঙ্কটেশন। 
সিপিআই(এম) পলিট ব্যুরো কোঅর্ডিনেটর প্রকাশ কারাত, পিনারাই বিজয়ন, পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত সহ নেতৃবৃন্দ ভাষণ দেবেন সমাবেশে।

Comments :0

Login to leave a comment