হাসপাতাল কর্মী থেকে সরকারি স্কুলের শিক্ষক সবাই এই ধর্মঘটে অংশ নিয়েছেন। সোমবার মহারাষ্ট্র সরকারের সাথে সরকারি কর্মীদের বৈঠক থেকে কোন রফাসূত্র না মেলায় ধর্মঘটের পথে হাঁটেছেন সরকারি কর্মীরা। মঙ্গলবার বিভিন্ন সরকারি দপ্তরের বাইরে নিজেদের দাবির সমর্থনে পোস্টার লাগান আন্দোলনকারীরা।
সরকারি কর্মীদের আন্দোলনের চাপে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে একটি কমিটি তৈরি করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখার জন্য। প্রশাসন সূত্রে খবর কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হবে। এই পরিস্থিতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী কর্মীদের আবেদন জানিয়েছেন ধর্মঘট দীর্ঘায়িত না করার জন্য।
Comments :0