Maldaha Left Front

মালদহে শান্তি-সম্প্রীতি রক্ষায় পথে নামল বামফ্রন্ট, চিঠি থানায়

জেলা

শনিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট নেতৃবৃন্দ। ছবি: উৎপল মজুমদার

মালদহের বিভিন্ন এলাকায় বিভেদের ষড়যন্ত্রকে ধিক্কার জানালো বামফ্রন্ট। অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় উদ্যোগের দাবি তুলেছে বামফ্রন্ট। রবিবার মিছিলেরও ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বামফ্রন্টের মালদহ জেলা আহ্বায়ক অম্বর মিত্র।  
ঈদ এবং রামনবমীর পর্বে এমন সাম্প্রদায়ি উত্তেজনার চেষ্টা সম্পর্কে আগেই সতর্ক অবস্থান নেয় বামফ্রন্ট। বিভেদ প্রতিরোধে আগেই রাস্তায় নামার আহ্বানও জানানো হয় কর্মী এবং সমর্থকদের। রাজ্যের বিভিন্ন প্রান্তেই জনতাকে সঙ্গে নিয়ে বেশ কিছু এলাকায় এমন মিছিল চলছে। মালদহে হরিশ্চন্দ্রপুর থানায় চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বামফ্রন্ট।
শনিবার বামফ্রন্টের সাংবাদিক বৈঠকে সিপিআই(এম) মালদহ জেলা সম্পাদক অম্বর মিত্র বলেছেন, ‘‘গত কয়েকদিন ধরে মালদহে কিছু অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে। যা শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। সামনেই দু’টি বড় উৎসব আছে, ঈদ ও রামনবমী। সঙ্গে অন্যান্য উৎসবও আছে। তাই এই সব উৎসবে জেলার মানুষ যাতে যোগ দিতে পারেন  সেই কারণে শান্তি, সম্প্রীতি ও ঐক্য রক্ষায় জেলার মানুষকে যেমন এগিয়ে আসতে হবে।’’
তিনি বলেন, ‘‘জেলা ও ব্লক প্রশাসন এবং পুলিশকে সক্রিয় হতে হবে। এ কারণে আমরা জেলা শাসকের কাছে দাবি জানিয়েছি অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য। এতে সমস্ত রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে ডাকা দরকার। ব্লক প্রশাসন ও থানাগুলিতে শনি ও রবিবার চিঠি দিচ্ছি বামফ্রন্ট।’’ 
মিত্র বলেন, গত কয়েকদিনের ঘটনার দায় প্রশাসন, বিশেষতঃ গোয়েন্দা বিভাগ, এড়াতে পারে না। প্রশাসন সতর্ক থাকলে এই পরিস্থিতি এড়ানো যেত। মনে রাখতে হবে আর এক বছর পর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে ফয়দা নিতে এভাবে জাতি ধর্মে বিরোধ বাঁধিয়ে তার থেকে রাজনৈতিক ফ্য়দা লুটতে চাইছে কেউ কেউ। সাধারণ মানুষ এধরনের বিরোধ চান না।’’ 
বামফ্রন্টের নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান মিত্র। পাশাপাশি প্রশাসনের কাছে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সামাজিক মাধ্যমে বেশকিছু আপত্তিকর প্রচার ঠেকানোর দাবিও জানান তিনি। 
রবিবার শহরের ফোয়ারা মোড়ে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বানে সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা বামফ্রন্ট। শনিবার বিকালে শহরের রথবাড়ি মোড় থেকেও হবে নাগরিক মিছিল।গাজায় ইজরায়েল-আমেরিকার আগ্রাসনের প্রতিবাদ জানানো হবে। সেই সঙ্গে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হবে।
এদিন সাংবাদিক বৈঠকে অম্বর মিত্র ছাড়াও সিপিআই নেতা বাবর সরকার, আরএসপি নেতা দুন্দুভি সাহা, ফরওয়ার্ড ব্লক নেতা ছিলেন।
হরিশ্চন্দ্রপুর থানাকে চিঠি দিয়ে বামফ্রন্ট বলেছে যে ঈদ ও রামনবমীকে কেন্দ্র করে এই থানা এলাকায় সর্বস্তরের জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে তৎপরতা হতে হবে। শান্তি ও সম্প্রীতির পক্ষে উদ্যোগে সব রকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছে বামফ্রন্ট। 

Comments :0

Login to leave a comment