বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক বিভ্রাটের জেরে এসএসকেএম হাসপাতালের এমার্জেন্সি বিভাগের দোতলায় আচমকা আগুন লাগলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যদিও অল্পক্ষণের মধ্যেই আগুন আয়ত্তে আসে। অগ্নিকান্ডে কেউ ক্ষতিগ্রস্ত হননি।
এদিন রাত দশটা নাগাদ এমার্জেন্সি বিভাগের দোতলায় সিটিস্ক্যান মেশিন থেকে ছড়ায় আগুন এই আগুন। বৈদ্যুতিক বিভ্রাটের ফলেই এই আগুন বলে জানা গেছে। গলগল করে ধোঁয়া বের হতে থাকে। ফলে বিভিন্ন বিভাগে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা দ্রুত কাজ শুরু করলে অল্প সময়ের মধ্যেই আগুন আয়ত্তে আসে।
আগুনে কোনও রোগী বা চিকিৎসাকর্মীর অঘটন কিছু ঘটেনি বলে জানা যাচ্ছে। আগুন করিডর ছাড়িয়ে যাতে ছড়িয়ে না যায় তারজন্য দমকলের ন'টা ইঞ্জিন কাজ করে। দুর্ঘটনাস্থলে মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম পৌঁছে যান। আগুন নিয়ন্ত্রণে বলে দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে
Comments :0