টিয়ার নিকলসকে পিটিয়ে হত্যার ভিডিও সামনে এসেছে দু’দিন আগে। শেষ পর্যন্ত দায়ী ইউনিটই ভেঙে দিতে হলো মেমফিস পুলিশকে।
মেমফিসের ঘটনা মার্কিন নাগরিকদের মনে করিয়েছে আরেক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনাকে। ২০২০’তে মিনিয়াপোলিসে তাঁকে পুলিশ রাস্তায় ধরে ফেলে পিটিয়ে হত্যা করে। সে সময় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে একজোট হয়েছিল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সে সময়ে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে কোণঠাসা করে দিয়েছিল সেই প্রতিবাদ।
নিকলসকে হত্যার ঘটনা জানুয়ারিতে জানাজানি হওয়ার পর ভিডিও সামনে আনতে বাধ্য হয় পুলিশ। যন্ত্রণায় কাতরাতে থাকা যুবকের ‘মা’ আর্তনাদ কাঁপিয়ে দিয়েছে মার্কিন নাগরিকদের। এবারও একের পর এক শহরে নামতে থাকে প্রতিবাদ।
তবে এবার রাষ্ট্রপতি জো বাইডেন কড়া হাতে দায়ী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সমবেদনা জানান পরিবারকে।
মার্কিন সংবাদমাধ্যম জানাচ্ছে, রাস্তায় অপরাধ কমানোর লক্ষ্যে তৈরি ‘স্করপিয়ন’ স্কোয়াড বাতিল করেছে মেমফিস পুলিশ। আরও জানাচ্ছে দায়ী পুলিশ আধিকারকদের কয়েকজনও কৃষ্ণাঙ্গ। প্রশাসন কৌশলে সেই প্রচার সামনে রেখেছে।
দায়ী পাঁচ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে আগেই। জেলেও নেওয়া হয়েছে এই আধিকারিকদের।
কৃষ্ণাঙ্গদের দমন এবং তাঁদের বিরুদ্ধে অপরাধ বন্ধ করার দাবিতে প্রচার যদিও চলছে। বিভিন্ন শহরে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন মার্কিনীদের একাংশ।
Comments :0