‘‘বন্ধুদের কাছে কালো টাকা রয়েছে জানেন। তা’হলে আপনার ইডি-আয়কর বিভাগ-সিবিআই তদন্ত করছে না কেন? আপনি যে নোট বাতিল করেছিলেন, বলেছিলেন কালো টাকা সব উদ্ধার হবে, তা’হলে আপনার বন্ধুদের কাছে কালো টাকা থেকে গেল কেন?’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারের পালটা বুধবার এই প্রশ্ন ছুঁড়ে দিল কংগ্রেস। মঙ্গলবার তেলেঙ্গানার করিমনগরে মোদী বলেন, ‘‘শাহজাদা আগে পাঁচ শিল্পপতির কথা বলতেন। এখন কেবল আম্বানি আর আদানির কথা বলেন।’’
এরপরই প্রচারে মোচড় দেওয়ার চেষ্টায় বলেন, ‘‘নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে কংগ্রেস আর আদানি বা আম্বানির নামও বলছে না। প্রশ্ন করতে চাই আদানি, আম্বানির কাছ থেকে কত টাকা পেয়েছে কংগ্রেস?’’
বুধবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ নাটকীয় ভঙ্গিতে বলেছেন, ‘‘সেকি, এই আদানি আর আম্বানিই তো আপনার প্রিয় বন্ধু। এদের হাতেই তো সরকারি সম্পত্তি বেচে দেওয়া হয়েছে জলের দরে। এখন বলছেন এদের হাতে কালো টাকা রয়েছে! তা’হলে আপনার তদন্ত সংস্থা বা আয়কর বিভাগ কী করছে?’’
রমেশের সংযোজন, ‘‘নরেন্দ্র মোদী বুঝতে পারছেন যে তিনি হারছেন। এখন একেক সময়ে একেক কথা বলতে নেমেছেন প্রচারে।’’
তেলেঙ্গানার করিমনগরে মোদীর প্রচার নজর টেনেছে বিভিন্ন অংশেরই। আদানি এবং আম্বানি গোষ্ঠীর হাতে দেশের একের এক সরকারি সম্পত্তি তুলে দেওয়ার ঘটনায় বরাবরই সরব বিরোধীরা। বিমানবন্দর থেকে সমুদ্রবন্দর, সড়কপথের বরাত থেকে খনি, একের পর এক চলে গিয়েছে মোদী ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পগোষ্ঠীর হাতে।
এর আগে মোদী পছন্দের শিল্পগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ বিশেষ তোয়াক্কাই করেননি। বরং, হিন্ডেনবার্গ রিপোর্ট আসার পর আদানি গোষ্ঠীর সঙ্গে মোদীর সম্পর্ক নিয়ে আলোচনার দাবি সংসদে খারিজ করে দিয়েছেন। এবার এই দুই শিল্পগোষ্ঠীর সঙ্গে কংগ্রেসের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী।
বিরোধীদের বক্তব্য, ‘‘আরএসএস-বিজেপি এই নির্বাচন ধর্মীয় জিগির তুলে পার করার ফণ্দি এঁটেছিল। মোদীর প্রচারে টানা মুসলিম-মাংস-মন্দির নিয়ে একের পর এক বক্তব্যই রয়েছে মুখ্যত। কিন্তু জিনিসের দাম থেকে রোজগারের সঙ্কট ঘিরে পালটা প্রশ্ন এড়ানো এখন অসম্ভব হয়ে যাচ্ছে বিজেপি’র কাছে। ‘বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’-র ধারাবাহিক প্রচার জনমনে প্রভাব ফেলছে বুঝেই নতুন কৌশল নিচ্ছেন মোদী।’’
কংগ্রেস বলেছে, রাহুল গান্ধী কয়েকটি শিল্পগোষ্ঠীর হাতে বিপুল সম্পদ দেওয়ার বিরুদ্ধেই প্রচার চালিয়েছেন। সেই প্রচারই চাপে ফেলেছে মোদীকে। তাই ঘনিষ্ঠ বন্ধুদের হাতে কালো টাকা দেখতে পাচ্ছেন মোদী।
MODI ADANI AMBANI
চাপে পড়ে বন্ধুদের কালো টাকা দেখছেন মোদী, বলল কংগ্রেস
×
Comments :0