মঙ্গলবার স্টেট দ্যা ফ্রান্সে জ্যাভলিন থ্রো তে প্রথম প্রয়াসেই ফাইনালের যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া। গ্রুপ ' বি এর এই লড়াইয়ে নীরজ চোপড়া জ্যাভলিন ছোঁড়েন ৮৯.৩৪ মিটার দূরত্বে।
এর পরের রাউন্ডের লড়াই হবে আগামী ৮ তারিখ। সকলেরই নজর সেই দিকে । প্যারিসেও তাঁর গলায় পদক দেখতে চায় গোটা ভারতবাসী।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0