রেকর্ড গড়তে পারলেন না নীরজ চোপড়া । প্যারিস অলিম্পিকের ফাইনালে জাভেলিন থ্রো তে রুপোর পদক জিতলেন তিনি । পাকিস্তানের আরশিদ নাদিমের কাছে হেরে সোনা হাতছাড়া হল তার । প্রথমে ৯২ মিটার এবং শেষে ৯০ মিটারের সামান্য বেশি থ্র করেন নাদিম । জবাবে ৮৯. ৪৫ মিটার ছোড়েন নীরজ। তার শেষ থ্রো খুব একটা ভালো না হওয়ায়। রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হল তাকে । একমাত্র ভারতীয় হিসেবে অলিম্পিকে সোনা ও রুপোর পদক জিতেছেন তিনি । নীরজের মা সরোজা দেবী একটি সাক্ষাৎকারে জানান যে , ছেলে সোনা না জিতলেও খুশি তিনি। দেশের হয়ে পদক জেতায় তিনি উচ্ছসিত। তিনি পাকিস্তানের আরশাদ নাদিমকে শুভেচ্ছা দেওয়ার মাধ্যমে জানান যে সেও তারই সন্তানতুল্য। তাই তার আশীর্বাদ সবসময়ই থাকবে নাদিমের জন্য । এক মায়ের মাতৃত্বের স্নেহই যথেষ্ঠ দুই দেশের মধ্যে দূরত্ব কমানোর জন্য ।
Neeraj Chopra
মাতৃত্বের বন্ধনে ঘুচে গেলো দুই দেশের দূরত্ব
×
Comments :0