New Zealand natural calamity

প্রাকৃতিক বিপর্যয়ে জরুরি অবস্থা নিউজিল্যান্ডে

আন্তর্জাতিক

সামুদ্রিক ঝড় 'গ্যাব্রিয়েল' আছড়ে পড়েছে কেন উইলিয়ামসনের দেশে। ধস আর জলোচ্ছ্বাসে জনজীবন বেহাল। বিপর্যয় মোকাবিলা মন্ত্রী কিয়েরান ম্যাকানাল্টি নাগরিকদের বলেছেন সমস্যা কাটতে সময় লাগবে। তার জন্য তৈরি থাকুন। জলোচ্ছ্বাস এবং ধসে বেহাল অকল্যান্ডের মতো ছয়টি প্রদেশ। কিয়েরান বলেছেন, " বেনজির প্রায়, প্রকৃতির এমন রোষ।

উত্তর অংশে প্রভাব বেশি পড়েছে।" নিউজিল্যান্ডে ঝড়ের দাপট শেষ হলে স্বস্তি মিলবে মনে করছিলেন দেশের মানুষ। তা হয়নি। উলটে ধস নামতে থাকে বিভিন্ন অঞ্চলে। প্রশাসন জানিয়েছে, কয়েক ঘন্টার মধ্যে বিদ্যুৎ ফিরবে মনে করলে ভুল হবে। কয়েকদিন তো বটেই, সপ্তাহও লাগতে পারে। 

Comments :0

Login to leave a comment