Oppn protests in Parliament

আদানি ইস্যুতে উত্তাল সংসদ, ২টো পর্যন্ত মুলতবি

জাতীয়

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরে আদানি গ্রুপের বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটি (joint parliamentary committee ) তদন্তের দাবিতে উত্তাল সংসদ। ফের দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে লোকসভা এবং রাজ্যসভাও। 
বিরোধীরা যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণের দাবিতে সোমবার সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ করছে।


কৌশল ঠিক করতে বিরোধী দলগুলি সংসদ ভবনে বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খার্গের চেম্বারে বৈঠক করে এদিন।
কংগ্রেস ছাড়াও বৈঠকে উপস্থিত ছিল ডিএমকে, এনসিপি, বিআরএস, জেডি(ইউ), এসপি, সিপিআই(এম), সিপিআই, কেরালা কংগ্রেস (জোস মানি), জেএমএম, আরএলডি, আরএসপি, আপ, আইইউএমএল, আরজেডি এবং শিবসেনা (উদ্ধব ঠাকরে)।

Comments :0

Login to leave a comment