শুক্রবার বেশ কয়েককটি বিরোধী দলের নেতারা আদানি গ্রুপ ইস্যু এবং চীনের সাথে সীমান্ত পরিস্থিতি নিয়ে অবিলম্বে আলোচনার দাবিতে সংসদের উভয়ে কক্ষে মুলতবি নোটিশ জমা দিয়েছেন।
যেসব সাংসদরা স্থগিতের নোটিশ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ নাসির হুসেন এবং লোকসভায় পার্টির হুইপ মানিকম ঠাকুর।
বৃহস্পতিবার কংগ্রেসের ডাকা সমমনস্ক বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূল কংগ্রেস (TMC) উপস্থিত থাকলেও, আশ্চর্যজনকভাবে এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদ।এদিন সংসদে অধিবেশন শুরু হতেই বিরোধীরা হই-হট্টগোল শুরু করে আদানি ইস্যু নিয়ে আলোচনার দাবিতে। এর জেরে দুপুর আড়াইটে অবধি রাজ্যসভা স্থগিত করে দেওয়া হয়।
Comments :0