POETRY | ANUBHAB HALDER | GACH KETONA NA | NATUNPATA | 2025 MARCH 3

কবিতা | অনুভব হালদার | গাছ কেটো না | নতুনপাতা | ২০২৫ মার্চ ৩

ছোটদের বিভাগ

POETRY  ANUBHAB HALDER  GACH KETONA NA  NATUNPATA  2025 MARCH 3

কবিতা | নতুনপাতা

গাছ কেটো না

অনুভব হালদার


কাল যে ছিল গাছের সারি ,

আজ পড়েছে কাটা।

রাস্তা দিয়ে তাই তো ভারি

শক্ত হলো হাঁটা


রোদ্দুরে গা যাচ্ছে পুড়ে

গাছ কাটার ফলে,

গাছ আমাদের দেয় যে ছায়া,

কঠোর  তাপের থেকে।

গাছ  আমায় দেয় যে ফল,

ফুলের হাওয়ায় মেতে!

বৃষ্টি নামিয়ে করে সাহায্য,

মাটির খরা থেকে।

গাছ কেটে দিলে  কি হয়,
তাও কি জানো তুমি?

গাগঞ্জ শুকিয়ে কাঠ,
হচ্ছে মরুভূমি।

 

নতুন বন্ধু, সপ্তম শ্রেণী

Comments :0

Login to leave a comment