আইএসএল’র এক স্বত্বাধিকার ছাড়তে রাজি বলে সুপ্রিম কোর্টে জানালো এফএসডিএল। এই সংস্থার সঙ্গে এআইএফএফ’র চুক্তি ঘিরে অনিশ্চিত হয়েছে আইএসএল ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হয়েছে এই মামলার শুনানি।
সম্প্রতি এআইএফএফ-কে চিঠি পাঠিয়েছে ফুটবলের আন্তর্জাতিক নিয়ামক প্রতিষ্ঠান ফিফা। চিঠি পাঠিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশনও। ভারতীয় ফুটবলে নিয়ামক প্রতিষ্ঠান এআইএফএফ’র আন্তর্জাতিক স্বীকৃতি প্রশ্নের মুখে ফেলেছে আন্তর্জাতিক দুই সংস্থাই। যার অন্যতম কারণ এফএসডিএল’র সঙ্গে চুক্তিই।
এদিন সুপ্রিম কোর্টে, আইএসএল’র বিনিয়োগকারী সংস্থা এফএসডিএল নিজেদের একচেটিয়া অধিকার ছেড়ে দিতে রাজি হয়েছে। পাশাপাশি ফেডারেশনকে তাদের শেষ কিস্তির প্রায় ১২.৫কোটি বকেয়া অর্থ মিটিয়ে দিতে হবে।
এদিন আদালতেই চূড়ান্ত হয়েছে যে আগামী সেপ্টেম্বরেই আয়োজন করা হবে সুপার কাপ। অক্টোবরে আইএসএলের বাণিজ্যিক দরপত্র ছাড়া হবে। তা সংশ্লিষ্ট সকলের জন্যই উন্মুক্ত থাকবে। এই নিলাম প্রক্রিয়ায় যে পক্ষই জয়ী হোক না কেন তাদেরকে ডিসেম্বরেই আইএসএল শুরুর বিষয়টি সুনিশ্চিত করতে হবে। এই বিষয়ে আগামী সোমবারই নিজেদের চূড়ান্ত রায় ঘোষণার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
গত ২০১০ সালে এফএসডিএল এবং ফেডারেশনের মধ্যে ১৫ বছরের জন্য একটি এমআরএ ( মাস্টার রাইটস এগ্রিমেন্ট ) চুক্তি হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে আগামী ডিসেম্বরেই। তাই তার আগেই এফএসডিএল ফেডারেশনের কাছে নিজেদের একটি নতুন মডেল প্রস্তাব করেছিল। যার বিষয়বস্তু ছিল প্রত্যেক মরশুমের আইএসএল থেকে প্রাপ্ত আয়ের ৬৪শতাংশ লভ্যাংশ যুগ্মভাবে পাবে আইএসেএলের সমস্ত ক্লাবগুলি। ২৪শতাংশ পাবে এফএসডিএল এবং ১৪শতাংশ পাবে ফেডারেশন। এই প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনাটি রয়েছে সুপ্রিম কোর্টের কাছেই। তবে গত বুধবার রাতেই ফেডারেশনের কাছে ফিফা এবং এএফসি যৌথভাবে একটি চিঠি দিয়েছিল। যে চিঠিতে লেখা ছিল দ্রুত ফেডারেশনের সংবিধান সংশোধনের কথা। এছাড়াও ফেডারেশনের কোনো প্রতিযোগিতা পরিচালনার ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের অংশগ্রহণকে ফিফা এবং এএফসি বরদাস্ত না করার কোথাও উল্লেখিত ছিল এই চিঠিতে। ফলে বুধবার দুই পক্ষের যুগ্ম এই প্রস্তাবে বেসরকারি সংস্থা এফএসডিএল নিজেদের স্বত্বাধিকার ছাড়তে রাজি হয়েছে। এছাড়াও আগামী ৩০অক্টোবরের মধ্যেই ফেডারেশনের নতুন সংবিধান সংশোধনের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে ফিফা। তার মধ্যে নিজের কাজ সম্পন্ন না করতে পারলে নির্বাসনের মুখে পড়াই শুধু নয় ফিফার থেকে নিজেদের সদস্যপদ হারাতে পারে ভারত। তাই আগামী সোমবার ভারতীয় ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে । সোমবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে সব ব্যাপার খতিয়ে দেখেই নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
Indian Super League
আদালতে স্বত্বাধিকার ছাড়তে রাজি এফএসডিএল, ডিসেম্বরে আইএসএল শুরুর সম্ভাবনা

×
Comments :0