প্যারিসে ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপে হার এইচ এস প্রণয়ের হার। বিডব্লিউএফ বা BWF ( ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ) এর বিশ্বচ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রণয় হেরে গেলেন ডেনমার্কের এন্ডার্স এনস্টোনের কাছে। বিডব্লিউএফ -র র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এই এনস্টোন। প্রণয়ের বিরুদ্ধে ড্যানিশ এই তারকার জয় এল খুবই সংকীর্ণ ফলাফলেই। ২০২৩ সালের ব্রোঞ্জ পদক জয়ী প্রণয় প্রায় ৯০মিনিট লড়াই করলেও শেষমেশ হারের মুখ দেখেলেন। ৮-২১ , ২১-১৭ এবং ২১-১৩ ব্যবধানে হার প্রণয়ের। প্রথম গেমে হারের পর দ্বিতীয় গেমে দারুণভাবে প্রত্যাবর্তন করলেও। তৃতীয় গেমে বেশ কয়েকটি ভুল শটই হয়ে উঠে প্রণয়ের হারের মুখ্য কারণ। তৃতিয় গেমে প্রথম দিকে ৪-১ ব্যবধানে এগিয়েও ছিলেন প্রণয়। তারপর ২০-১৮ এবং ২১-২০ তে নিজের অগ্রগমন ধরে রাখলেও এনস্টোন দুরন্ত প্রত্যাবর্তনের দ্বারা জয় ছিনিয়ে নেয় ২৩-২১ পয়েন্টে। পুরুষদের খারাপ পারফরম্যান্সের দিনে এদিন মহিলাদের ব্যক্তিগত বিভাগে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে নামবেন পিভি সিন্ধু। অলিম্পিক পদকজয়ী সিন্ধু খেলবেন চিনের খেলোয়াড় ওয়াংয়ের বিরুদ্ধে। রাত ১০টায় এই প্রতিযোগিতার রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে পুরুষদের ডাবলসে নামবে ভারতের সাত্ত্বিকসিরাজ এবং চিরাগ শেট্টি জুটি। গত ম্যাচে চাইনিজ তাইপেয়ের জুটি ইয়াং হ্যান ও লিউ কিয়াংকে হারিয়েই তারা জায়গা করে নিয়েছিল রাউন্ড অফ সিক্সটিনে।
BWF WORLD CHAMPIONSHIP 2025
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচে হার প্রণয়ের

×
Comments :0