Bikash Ranjan Bhattacharya

কাটমানি ছাড়া বাচঁবে না তৃণমূল, খড়্গপুর শিল্পতালুকে জমিদাতাদের সভায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য

জেলা

জমিদাতা পরিবার গুলির দাবি দমন করতে শাসকদল তৃণমূল ও কারখানার কর্তৃপক্ষ সহ প্রসাশনের একাংশ গ্রামে গ্রামে টাকা দিয়ে মস্তান বাহিনী লেলিয়ে হুমকি ও হামলার পরিকল্পনা করা হয়। জমিদাতাদের বিক্ষোভ মিছিল সহ প্রতিবাদ সভায় উত্তাল হলো কারখানার গেট।

সম্প্রতি গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিড়লা) এবং ইন্ডিয়াল ওয়েল কর্পোরেশন (বটলিং প্ল্যান্ট) চালু হলেও চুক্তি অনুযায়ী জমিদাতা পরিবার গুলিকে বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করা হয়েছে। বহু পরিবারের যোগ্যদের বঞ্চিত করে শাষকদল ও কারখানার কর্তৃপক্ষের গোপন বোঝাপড়ায় কাটমানি ও তোলাবাজিতে নিয়োগ করার অভিযোগ করেন এদিন। শ্লোগান ওঠে জমি গেলো, ১৪ বছরের ফসল গেলো, কাজের দাবী ছাড়ছি না। রক্ত দেবো, শর্ত অনুযায়ী কাজের দাবী ছাড়ছি না।
জমিদাতা পরিবারে নিয়োগের অগ্রাধিকার দাবীতে খড়্গপুর শিল্পতালুকে জনরোষের চেহেরায় বিক্ষোভ মিছিল সহ কারখানার গেটে প্রতিবাদ সভায় সামিল হলেন এলাকার সাত মৌজার জমিদাতা পরিবারের শত শত নারী পুরুষ সহ শিক্ষিত বেকার যুবক। ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রূপনারায়ন মৌজার বড়াডিহা থেকে জনস্রোতের চেহেরায় মিছিল এগিয়ে চলে শিল্পতালুকের মধ্যে দিয়ে। গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিড়লা)  কারখানার গেটে চলে দীর্ঘক্ষন বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এক জোট হয়ে লড়াই আরেও তীব্র করুন। জমিদাতা পরিবারে কাজের অগ্রাধিকার দেওয়ার লড়াইতে রাজ্য সরকার নীরব কেনো? শাষকদল তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, তোলাবাজি আর কাটমানি ছাড়া বাঁচে না। ওদের নেতারা দল করে টাকা কমানোর জন্য। আপনারা জোট বেঁধে লড়াই করুন। সেই লড়াইতে আপনাদের সাথে আমরা আছি এবং আইনি লড়াইতেও থাকবো। আর কারখানার মালিক ও পরিচালন কমিটিকে বলবো, আপনারা জমিদাতা পরিবার সহ এমন পরিবারে বহু উচ্চ শিক্ষিত বেকার যুবক রয়েছে যারা কেউ এমবিএ, কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে। এমন যোগ্যদের কাজ না দিয়ে বহিরাগত লোক নিয়োগ করছেন, কোন রাজনৈতিক শক্তির কাজে আত্মসমর্পণ করে। জমিদাতা পরিবারের যার যেমন দক্ষতা সেই মতো কাজ দেওয়ার দাবী ন্যাহ্য।

এদিন সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল, সিপিআই নেতা সৈকত গিরি, আইনজীবী রাজনীল মুখার্জি, শ্রমিক নেতা বিপ্লব ভট্ট সহ নেতৃবৃন্দ। 

Comments :0

Login to leave a comment