বলতে পারো — অমল কর — নতুনপাতা, ২৮ আগস্ট ২০২৫, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. ইউরোপ তথা রাশিয়ার ককেশাস পর্বতমালার অবস্থিত সর্বোচ্চ মাউন্ট এলব্রুস শৃঙ্গে সম্প্রতি কোন্ ভারতীয় আরোহন করেন?
২. সম্প্রতি মেদিনীপুরের প্রথম কোন্ সাঁতারু ইংলিশ চ্যানেল পার হলেন?
৩. চে গুয়েভারা কোন্ কবিতা লিখে ফিদেল কামাডান্তে কাস্ত্রোকে শ্রদ্ধা জানান?
৪. নাট্যকার অভিনেতা পরিচালক উৎপল দত্ত-র ৫টি সফল নাটকের নাম বলো।
৫. কে ছিলেন আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী?
৬. ভারতে চলমান লাল বালিয়াড়ি মরুভূমি কোথায় অবস্থিত?
Comments :0