POETRY — DEBAPRIYA CHATTAPADHYA — MUKTADHARA | 4 MAY 2024

কবিতা — দেবপ্রিয়l চট্টোপাধ্যায় | চির সত্য — মুক্তধারা | ৪ মে ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  DEBAPRIYA CHATTAPADHYA  MUKTADHARA  4 MAY 2024

কবিতা

চির সত্য 
দেবপ্রিয়l চট্টোপাধ্যায়

মুক্তধারা


 

সত্যি কথা বলতে তোমায় বিশ্লেষণ করা বড়ো কঠিন_
তুমি শিল্পী,  তুমি লেখক,  
তুমি স্রষ্টা,  তুমি প্রেমিক  ।
তোমার কাজ আজও পথ দেখায়, 
বাংলা ও বাঙালিকে এগিয়ে নিয়ে যায়  ।
হীরকের  রাজত্ব, ফেলুদার কৃতিত্ব, 
"অপুর সংসার"__
আমাদের শিখিয়েছে জীবনের সার  
"গুপী গাইন বাঘা বাইন"-এর  নিগূঢ় বন্ধুত্ব, 
"পথের পাঁচালী"-র অপার দারিদ্র্য ,
"ঘরে বাইরে" থেকে "নায়ক"__ 
সবকিছুতেই তুমি "মহাপুরুষ" ,
নির্ভীক উপস্থাপনায় কখনও নও তুমি "কাপুরুষ" ।
"অপরাজিত " থেকে "চারুলতা" 
সকলকে নিয়ে তুমি করেছিলে "অভিযান" ,
"আগন্তুক " -কে ভালোবাসার শিখিয়েছিলে গান ।
"মহানগর"- কে "সোনার কেল্লা"  বানিয়েছিলে তুমি - 
"দেবী" হয়েও "সীমাবদ্ধ" তা শিখিয়েছিলে তুমি ,
তোমার সৃষ্টি আগলে রেখেছে মনের "জলসাঘর" ,
আজও তুমি বাঙালির "পরশপাথর"।

Comments :0

Login to leave a comment