fপ্রতীম দে ও সৌরভ গোস্বামী
আগে বলছিলেন ‘ফাঁসি চাই’। এখন বলছেন না। এখন বরং বলছেন, উৎসব করুন। আনন্দে মেতে ওঠো। উনি বাংলার মানুষকে চেনেন না। উনি ভুলে যাচ্ছেন মানুষ আনন্দে নেই। মানুষ নিরানন্দে আছেন।
লালবাজার অভিযানে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন, কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে বিচার আটকানোর জন্য।
তিনি বলেন, গণতন্ত্রে মানুষ শেষ কথা। এই রাজ্যে ভেজাল অফিসার আছে। মুখ্যমন্ত্রীর ভুয়ো ডিগ্রি শুধু নেই। অফিসারদের ও ভুয়ো ডিগ্রি।
মমতা বলছে পুজোয় ফিরে আসতে, বিচার না পেলে সব ছুটি পুলিশের বাতিল হয়ে যাবে। অপরাধকে শেষ করার বদলে, অপরাধীদের আড়াল করা হচ্ছে। মমতা বিনীত গোয়েলকে বলির পাঁঠা করেছে, আমরা বলছি বিনীত গোয়েলকে কলকাতা ছাড়তে হবে। সেলিম বলেন, অপরাধীদের আড়াল করে প্রতিবাদীদের নামে মামলা করা হচ্ছে
সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাস বলেন, মানুষের এই আন্দোলন দমানো যাবে না। বিনীত গোয়ালের নেতৃত্বে আর জি কর কাণ্ডের প্রমাণ লোপাট করা হয়েছে। পুলিশ প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে মিথ্যে কথা বলেছে।
Comments :0