ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করলো পুলিশ। শুক্রবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একটি অডিও প্রকাশ করে দাবি করেন কলতান দাশগুপ্ত এবং একজন অশান্তি পাকানোর পরিকল্পনা করছে। সেই অডিওর ভিত্তিতে হালতু থেকে একজন যুবককে গ্রেপ্তার করা হয় শুক্রবার। শনিবার সকালে কলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আর জি কর ঘটনার প্রথম থেকে মীনাক্ষী মুখার্জী, কলতান দাশগুপ্তরা প্রতিবাদের রাস্তায় ছিলেন। পুলিশ যখন মৃতদেহ পানিহাটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তখন হাসপাতালে সেই গাড়ি আটকে ছিলেন মীনাক্ষী মুখার্জীরা। তারপর বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। শুধু কলতান দাশগুপ্ত নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদীদের ওপর নামিয়ে আনা হচ্ছে পুলিশি আক্রমণ।
Kalatan Dasgupta
মিথ্যা অভিযোগে গ্রেপ্তার কলতান দাশগুপ্তকে
×
Comments :0